ভালো আছেন ক্রিশ্চিয়ান এরিকসন(Christian Eriksen)। মঙ্গলবার নিজেই জানালেন এই কথা। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের সুস্থতার খবর দিলেন তিনি।

ইউরো কাপের তৃতীয় ম্যাচে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচে হঠাৎই মাঠে জ্ঞান হারান এরিকসন। এরপরই স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। গোটা দেশ জুড়ে চলে তাঁর সুস্থতার কামনা। অবশেষে ঘটনার ৭২ হওয়ার পর নিজেই জানালেন এখন কেমন আছেন তিনি।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন এরিকসন। যেখানে থাম্বস আপ দেখান তিনি। সেখানে তিনি লেখেন,” অনেক ধন্যবাদ গোটা বিশ্ব থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও বার্তা পেয়েছি। এটি আমার এবং আমার পরিবারের কাছে অনেক বড় পাওনা। আমি এখন ভালো আছি পরিস্থিতি অনুযায়ী। আমাকে এখনও কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে হাসপাতালে, তবে আমি ঠিক আছি। আমি ডেনমার্ক দলের ছেলেদের জন্য আগামী ম্যাচ গুলির জন্য সমর্থন জানাব। ”

আরও পড়ুন:সাংবাদিক সম্মেলনে ঠান্ডা পানীয়র বোতল সরিয়ে জলের বোতল রাখলেন রোনাল্ডো, ভাইরাল ভিডিও












































































































































