এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি

0
1

রাজ্য রাজনীতিতে কয়েক দিন ধরে জোর জল্পনা চলছে সুনীল মণ্ডলের ফের দলবদল নিয়ে। এরই মধ্যে সুনীল সরব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সুনীলের অভিযোগ, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এক অক্ষরও মানেননি। তাঁর কথায়, ‘শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি। শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না।’ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল।

এরপর সুনীল মণ্ডল বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেছেন, “বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁদের ভাষাগত সমস্যা ছিল। বাইরে থেকে দু-চারদিন এসে ভেবেছিল বাংলার মন জয় করবে।” পাশাপাশি মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে সরব সুনীল মণ্ডল। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেছেন, ‘যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।’

আরও পড়ুন-আইন-শৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, পাল্টা তোপ কুণালের

সুনীল আরও বলেছে, “নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। এই সরকারের বিরুদ্ধে অনেকেই রাষ্ট্রপতি শাসন থেকে শুরু করে অনেক রকম ভাবেই সোচ্চার হচ্ছে। আমার মতে এই সরকারকে চলতে দেওয়া উচিত।”পাশাপাশি সুনীল প্রশ্ন করেছেন কেন বিজেপি জিতল না? তাঁর কথায়,”কেন ওরা (তৃণমূল কংগ্রেস) জিতল সেটা দেখার আগে দলের আত্মসমালোচনা করতে হবে। কেন আমরা হেরেছি।” এর উত্তর নিজেই দিলেন সুনীল। বললেন, “দলের দুর্বলতা তাই হেরেছি। সাংগঠনিক দুর্বলতা। বিজেপির সাংগঠনিক চরিত্র বলে কিছু নেই।”