মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

0
3

কোনও ছাত্র-ছাত্রী যেন ক্ষতিগ্রস্ত না হয়- মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে সে বিষয়ে নজর দেওয়া হবে। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:দুই চরিত্রহীন কলঙ্কিত নায়ক-নায়িকা! শোভন-বৈশাখীকে পাল্টা রত্নার

১৬ জুন থেকে রাজ্যে করোনা কড়াকড়িতে ছাড় দিয়েছে রাজ্য। সোমবার নবান্নে সেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary)। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক (Secondary) ও উচ্চমাধ্যমিক (High Secondary) শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি নিয়ে শীঘ্রই শিক্ষা দফতর বিস্তারিত জানিয়ে দেবে। এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের যেন মানসিক চাপ না হয়, তারা যেন দুঃখ না পায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের যেন কোনও সমস্যা না হয়- এই বিষয়গুলির উপর নজর দিয়েই মূল্যায়ন পদ্ধতি স্থির করা হচ্ছে বলে জানান মমতা।