পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল

0
10

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, সোমবার অর্থাৎ আজই বিকেল তিনটে নাগাদ তৃণমূল মহাসচিবের নাকতলার বাড়িতে যাবেন তিনি।

রবিবারই মাতৃবিয়োগ হয়েছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শোকজ্ঞাপনের উদ্দেশেই সেখানে যাচ্ছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) একথা টুইটেই জানিয়েছেন তিনি।


তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়ের মৃত্যুকালে বয়েস হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন শিবানী দেবী। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতাই তাঁর মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে । এদিন সৌজন্যের খাতিরেই শ্রদ্ধা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল।