মুকুলের তৃণমূল যোগের পর গেরুয়া শিবিরে কার্যত ভাঙন ধরেছে। বিজেপি ছেড়ে তৃণমূল(TMC) শিবিরে ঝুঁকছেন ভোটের আগে দলবদলু নেতা-নেত্রীরা। এই তালিকায় এবার যোগ হলেন বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক মুকুল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবযানী দাশগুপ্ত(Devyani Dasgupta)। সোমবার টুইট করে বিজেপির(BJP) সমস্ত পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর সেই কারণেই বিজেপি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার টুইট করে দেবযানী লেখেন, ‘বিজেপির রাজ্য কিষান মোর্চার পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি। একজন বাঙালি প্রধানমন্ত্রীর লক্ষ্যে শুরু হচ্ছে নতুন পথ চলা।’ টুইটের সঙ্গে তিনি লিখেছেন #দিদি। পাশাপাশি তিনি এই টুইট ট্যাগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও মুকুল রায়কে(Mukul Roy)। যদিও কবে তিনি তৃণমূলে যোগ দেবেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক মহলের অনুমান মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন বিজেপি নেত্রী।
https://twitter.com/DevyaniSpeaks/status/1404101126425767937?s=08
আরও পড়ুন:দেশের কৃষকদের দুর্দশা ব্যথিত করে: সিঙ্গুর জমি-বিলের ১০ বছর পূর্তিতে টুইট মমতার
এদিকে সূত্রের খবর মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই একাধিক ঘনিষ্ঠকে ফোন করেছেন, মুকুলের ফোন পাওয়া নেতাদের তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের একজন সাংসদ সহ একাধিক বিধায়ক ও নেতা। এমনকি বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে ইচ্ছুক এমন নেতৃত্বদের বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গে আলোচনা হয়েছে মুকুলের। অনেক কারা কারা বিজেপি ছেড়ে চলে আসতে চলেছে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।













































































































































