অস্ত্র পাচারের অভিযোগে গ্ৰেফতার শুভেন্দু ঘনিষ্ঠ আরমান ভোলা

0
2

বেআইনি অস্ত্রসহ গ্ৰেফতার করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(suvendu Adhikari) ঘনিষ্ঠ এক বিজেপি নেতাকে। জানা গিয়েছে, এদিন মার্সিডিজ গাড়িতে করে বেআইনি অস্ত্র, গুলিসহ নানান নিষিদ্ধ সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন শেখ আমীর আলি ওরফে আরমান ভোলা নামের ওই বিজেপি নেতা(BJP leader)।

জানা গিয়েছে, সোমবার পূর্ব মেদিনীপুরের সোনাপেতিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আরমান ভোলার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। তারা হলেন অরুণাভ কুইতি ও হারাধন। আটক করা হয়েছে তাদের ব্যবহৃত মার্সিডিজ গাড়িটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অভিযুক্তদের তমলুক আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। যদিও এই ঘটনায় আরমান ভোলার সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছে শুভেন্দু। তার দাবি, ‘এটা সংবাদমাধ্যমের বানানো ঘনিষ্ঠতা।’

আরও পড়ুন:ভিন রাজ্যে বজ্রাঘাতে মৃত বাঙালিদের পরিবারের পাশে অভিষেক, পাঠানো হল অর্থ সাহায্য

অবশ্য শুধু আরমান ভোলা নন, সম্প্রতি সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেফতার করে পুলিশ। অন্তত ৬০ জনের কাছ থেকে তিনি কয়েক কোটি টাকা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলেন বলে অভিযোগ। এই ঘটনাতেও শুভেন্দু যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, ২০১৯ সালে এই ঘুষ-কান্ডের ঘটনা ঘটে তখন রাজ্যের শেষ মন্ত্রীর দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।