রবিবারের সন্ধ্যায় দলের বর্ষীয়ান নেতা সুখেন্দুশেখরের বাড়িতে অভিষেক

0
3

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে রবিবার সন্ধ্যায় দলের আর এক বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সদস্য সুখেন্দশেখর রায়ের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ২ ঘণ্টা কাটান তিনি, আশীর্বাদ নেন সুখেন্দুশেখরের।

গত ৫ মে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় অভিষেককে। তার পর দলের একের পর এক বর্ষীয়ান নেতাদের সঙ্গে দেখা করে আশীর্বাদ, পরামর্শ নেন অভিষেক। এর আগে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বাড়ি গিয়ে আশীর্বাদ নেন। রবিবার দেখা করলেন সুখেন্দশেখরের সঙ্গে।

এদিন সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের খবর পেয়ে তাঁর নাকতলার বাড়িতে ছুটে যান অভিষেক। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর যোধপুর পার্কের দিকে রওনা দেন। তবে সুখেন্দুশেখর রায়ের সঙ্গে কী কথা হয়েছে তা নিয়ে কোনও পক্ষই বিশেষ কিছু জানাননি।