অকালে প্রয়াত হলেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী (sarmistha chaudhuri)। বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। দীর্ঘদিন ইন্টেস্টাইনের সমস্যায় ভুগছিলেন সিপিআই (এমএল) রেড স্টারের এই নেত্রী। মাসখানেক আগে শর্মিষ্ঠা কোভিডে আক্রান্ত হন। সেরে উঠলেও শারীরিক নানা জটিলতা তৈরি হয়। শনিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার দুপুরে সেখানেই প্রয়াত হন শর্মিষ্ঠা। ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শর্মিষ্ঠা। আন্দোলন করার জন্য তিনি গ্রেফতার হন। বেশ কিছুদিন জেলে থাকতে হয় তাঁকে। তাঁর স্বামী অলীক চক্রবর্তীও এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তাঁদের আন্দোলনের চাপে সেই সময় পিছু হঠে প্রশাসন।
লেডি ব্রেবোর্ণ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্রী ছিলেন শর্মিষ্ঠা। সাংবাদিকতায় স্নাতকোত্তরের পর কয়েক বছর একটি ইংরাজি সংবাদপত্রে চাকরিও করেন। এরপর চাকরি ছেড়ে সংগঠনের পূর্ণ সময়ের কর্মী হয়েছিলেন তিনি। শর্মিষ্ঠার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআই এমলএল-এর রাজ্য কমিটির সম্পাদক সুবোধ মিত্র। নেটমাধ্যমে লিখেছেন, ‘এইমাত্র খবর পাওয়া গেল যে, সিপিআই(এম-এল) রেডস্টারের কেন্দ্রীয় কমিটির সদস্যা ও বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী নেত্রী কমঃ শর্মিষ্ঠা চৌধুরী আামাদের মধ্যে আর নেই। এই যন্ত্রণাদায়ক খবর কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমরা হারালাম একজন বিরল প্রতিভার অধিকারী সংগ্রামী সাথীকে। এই মৃত্যু পাহাড়ের থেকেও ভারী।
আরও পড়ুন- রেজাউলকে ঝাঁটা মেরে বের করে দেওয়ার হুমকি আরাবুলের
































































































































