পুরকর্মীদের পেনশনের নতুন নিয়ম, অবসরের পরের দিন থেকে মিলবে সুবিধা

0
2

কর্মজীবনের অবসরের কয়েক বছর পেরোলেও পেনশন পাচ্ছেন না, বারে বারে এই অভিযোগ আসে কলকাতা পুরনিগমের সদর দফতরে । এবার এই অভিযোগের নিষ্পত্তি করতে চায় তারা। এজন্য নয়া পেনশন নীতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম ।
তারা সিদ্ধান্ত নিয়েছে, অবসরের সঙ্গে সঙ্গেই হাতে হাতে পেনশনের কাগজ দিয়ে দেওয়া হবে ।

কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কর্মজীবন শেষের পরের দিন থেকে যাতে পেনশনের সুবিধা পান কর্মীরা, সেই জন্যই নতুন পেনশন নীতি তৈরি করা হয়েছে ।

নতুন নীতি অনুযায়ী , পুরকর্মীর কর্মজীবনের অবসরের তিন মাস আগে থেকেই তাঁর পেনশনের ফাইল তৈরি শুরু হয়ে যাবে । পেনশন ফাইলের একটি আইডি নম্বর থাকবে । মোবাইলে এসএমএসের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীকে দেওয়া হবে সেই আইডি নম্বর । ওই নম্বরের ভিত্তিতে সেই ব্যক্তির পেনশনের ফাইল কোন পর্যায়ে রয়েছে সেটি তিনি জানতে পারবেন । ফাইল সংক্রান্ত কোনও সমস্যা হলে, কর্মী তা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন পুরনিগমের স্পেশাল কমিশনারের সঙ্গে ।

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট পুরকর্মীর কর্মজীবনে কোথাও নিয়মভঙ্গ, সাসপেন্ড কিংবা শুনানি বাকি রয়েছে কিনা সেগুলি দেখে নেওয়া হবে এই তিন মাসের মধ্যে । তাঁর ফাইলের প্রতি মুহূর্তের আপডেট পাবেন মোবাইলের এসএমএসের মাধ্যমে । সবকিছু ঠিক থাকলে অবসরের দিনই হাতে দিয়ে দেওয়া হবে পেনশনের কাগজ ৷ পরদিন থেকেই অবসরপ্রাপ্ত পুরকর্মী পেনশনের সুবিধা পাবেন । এই নীতির ফলে পেনশন নিয়ে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশাবাদী ফিরহাদ হাকিম।