দেবাংশুকে ‘কার্টুন’ বললেন শ্রীলেখা, পাল্টা ‘নাগিন’ দেবাংশুর

0
1

দেবাংশু-শ্রীলেখা প্রসঙ্গে রবিবার উত্তাল সোশ্যাল মিডিয়া। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে ‘কার্টুন’ বলে কটাক্ষ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রবিবার নিজের ফেসবুকে একটি মিম ভিডিয়ো শেয়ার করে দেবাংশু প্রসঙ্গে শ্রীলেখা লেখেন, ‘ইয়ুথ আইকন নাকি? কার্টুন তো পুরো।’ পাল্টা দিয়েছেন দেবাংশুও।

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবাংশু বলেন, ‘যিনি ওই পোস্টটি করেছেন, তাঁর নামই আমি ভুলে গিয়েছিলাম। ইন্টারনেটে সার্চ করে দেখতে হল তিনি কে। দেখে মনে পড়ল যে ছেলেবেলায় টিভিতে দেখেছিলাম। নাগিনী হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছি। পরবর্তীকালে আর কিছু দেখিনি। একটি টেলিভিশন শোতে বোধহয় হাসির জন্য পয়সা পেতেন।’

নাম না করে শ্রীলেখার উদ্দেশ্যে দেবাংশু আরও বলেন, ‘সিপিএমের কাজ হল ব্যক্তিগত আক্রমণ করা। আমরা ব্যক্তিগত আক্রমণ করি না। কারও যদি হাতে কাজ না থাকে, যোগ্যতার খাতিরে বিনোদন জগতে সুযোগ না পান এবং আমাকে নিয়ে একটি পোস্ট করে দু পয়সার ফুটেজ পেতে চান, তাহলে পেতেই পারেন। ‘

পাল্টা দিয়েছেন শ্রীলেখাও। এই প্রসঙ্গে তিনিও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আহারে বেচারা পার্সোনাল আক্রমণ হিসেবে নিয়েছে? আমি তো পার্সনটাকেই চিনি না। আমি একটি মিম শেয়ার করেছি মাত্র। কারওকে ব্যাক্তিগতভাবে আমি আক্রমণ করিনি’।

আরও পড়ুন- মুকুল-রাজীব পর্বের পর তৃণমূল নেতা-কর্মীদের কী বার্তা দিলেন কুণাল?