রবিবার দুঃস্থ মানুষদের বিনামূল্যে কোভিড টিকা( covid vaccine ) দেওয়ার কাজ শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রায় ১৫০ জন মানুষকে টিকা দেওয়ার হল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের উদ্যোগে । এর আগে করোনা যুদ্ধে অক্সিজেনের ব্যবস্থা করছিলেন মহারাজ। এবার দুঃস্থ মানুষদের বিনামুল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন তিনি।

রবিবার বেহালার বাড়ি সংলগ্ন দপ্তরে এই টিকা দেওয়ার আয়োজন করা হয়েছিল। দুঃস্থদের পাশাপাশি যাঁদের অনান্য একাধিক অসুস্থতা রয়েছে তাঁদেরও এই টিকা দেওয়া হয়েছে।
রবিবারই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছেন সৌরভ। এদিন তিনি বলেন,” আমার অফিসের ছেলে মেয়েরা এই কাজটা করছে। খুবই ভাল উদ্যোগ এটা। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই সময় ভ্যাকসিন সবারই দরকার রয়েছে।”

এর আগে অক্সিজেনের আকাল মেটাতে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন মহারাজ। এছাড়াও তাঁর কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন বারবরা ক্রেজসিকভা











































































































































