রাজ্যে সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে ১৫ জুনের পরে ফের লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে । নিয়ন্ত্রণবিধি নিয়ে রাজ্য প্রশাসন কী নতুন কোনও সিদ্ধান্ত নেবে? জল্পনা নানা স্তরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , আগামিকাল সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে রাজ্য সরকার। স্বাস্থ্য-বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তাদের মত, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যের সিদ্ধান্ত অনেকটাই ফলপ্রসূ হয়েছে। যদিও নিয়ন্ত্রণবিধি জারি থাকার জন্য অর্থনৈতিক দিক থেকে রাজ্যের উপর চাপ ক্রমশ বাড়ছে।
ওয়াকিবহাল মহলের মতে, নিয়ন্ত্রণবিধির মেয়াদ সামান্য বাড়লেও সব দিক বিবেচনা করে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, এখনই নিয়ন্ত্রণবিধি পুরোপুরি প্রত্যাহার করা নাও হতে পারে।উল্লেখ্য, গত ১৬ মে নিয়ন্ত্রণবিধি চালু হওয়ার আগে রাজ্যে সংক্রমণের সংখ্যা ছিল দৈনিক প্রায় ২০ হাজারে ।
নিয়ন্ত্রণবিধি কিছুটা শিথিল করলেও পরিবহণ ক্ষেত্রকে পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত করা কতটা যুক্তিযুক্ত হবে,সেটিই এখন সবচেয়ে আলোচনার বিষয় ।
যদিও সংক্রমণ কমে আসতেই গোটা দেশে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে রেল। ইতিমধ্যেই পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল নতুন করে ৩৩ জোড়া দূরপাল্লার ট্রেন চালু করছে। মূলত, শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ওই সব ট্রেন চলবে। তবে শহরতলির লোকাল ট্রেন কবে চলবে তা মূলত রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। মেট্রোর ক্ষেত্রেও রাজ্যের সিদ্ধান্ত মেনে চলা হবে বলেই রেল সূত্রে জানা গিয়েছে।









































































































































