বিশ্বে অস্ত্র বিক্রির দৌড়ে চিনকে পিছনে ফেলতে চলেছে ভারত

0
1

বিশ্বের সব থেকে বড় ব্যবসাগুলির মধ্যে অন্যতম হল অস্ত্র কারবার। আইনি বেআইনি পথে বিশ্বে প্রতি বছর কত টাকার অস্ত্র কারবার হয় তার সঠিক তথ্য প্রকাশ্যে আসে না কখনও। কিন্তু সরকারি ভাবে যে তথ্যগুলি সামনে আসে তাতে ভারত ছিল অস্ত্র ব্যবসায়ীদের কাছে সব থেকে বড় বাজার। কিন্তু গত কয়েক বছরে ভারত ক্রেতা হিসাবে এক থেকে নেমে দুই নম্বর জায়গায় চলে এসেছে। এবং আরও বেশি করে বিক্রেতার ভূমিকা নিচ্ছে। ভারত এখন আমদানির থেকে আত্মনির্ভরতার দিকে নজর দিচ্ছে বেশি। সেই সঙ্গে বাড়ছে অস্ত্র রপ্তানি। সেই গতিতে এবার চিনকেও পিছনে ফেলতে চাইছে ভারত।

আগে ছোট ছোট অস্ত্রের জন্য আমেরিকা, রাশিয়া বা ইউরোপের কোনও দেশের উপর নির্ভর করতে হত ভারতকে। কিন্তু এখন অনেক আধুনিক অস্ত্র ভারত নিজেই তৈরি করেছে। শুধু তাই নয় ভারত সরকারের তরফে ছোট বড় আস্ত্র আমদানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অস্ত্র কিনতে হলে ভারত সরকারের কোনও সংস্থা বা ভারতে অস্ত্র উৎপাদন করে এমন কারও কাছ থেকে তা নিতে হবে। এর ফলে ভারতে অস্ত্র উৎপাদন বৃদ্ধি পাবে।

অস্ত্র রপ্তানিতে আমেরিকা, রাশিয়ার পরেই রয়েছে চিনের স্থান। তার পরেই রয়েছে ভারত। ভারত যে পরিকল্পনা নিয়ে এগচ্ছে তাতে চিনকেও পিছনে ফেলে দিতে পারে। ইতিমধ্যেই ছোট অস্ত্র ছাড়াও ক্ষেপণাস্ত্র রপ্তানির পথে এগচ্ছে। এমনকি অদূর ভবিষ্যতে তেজস ফাইটার জেটও রপ্তানি করা হতে পারে। ফলে এক ধাক্কায় ভারত অনেকটা এগিয়ে যাবে এই দৌড়ে।