‘ক্ষমতার জন্য বিজেপিতে এলে আমরাই রাখব না’, নাম না করে মুকুলকে তীব্র কটাক্ষ দিলীপের

0
8

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে এবার কার্যত ক্ষমতালোভী বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মুকুলের দলত্যাগ নিয়ে প্রথমে কিছু মন্তব্য না করলেও প্রথমে শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এবং পরে নিজের টুইটার হ্যান্ডলে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে কারও নাম উল্লেখ না করলেও ক্ষোমতাভোগী তকমা যে মুকুলের উদ্দেশেই তা বুঝতে অসুবিধা হয় না।

২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, ২০২১-এ আবার তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। কিন্তু তার এ ভাবে দলবদলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূলের একাংশ এবং বিজেপি দুই পক্ষের কাছেই।

মুকুল রায়ের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে শুক্রবার সরাসরি কোনও মন্তব্য করেননি বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই মুকুল রায়কে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, মূলত বিজেপির কাছেই তাঁকে সমালোচিত হতে হচ্ছে। শনিবার দিলীপ ঘোষ যা বলেছিলেন শনিবার কার্যত তাই টুইট করলেন।

টুইটে দিলীপ ঘোষ লিখেছেন, “দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তারা বিজেপিতে থাকতে পারবেন না। আমরাই থাকতে দেব না।”