১০০র গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই দেশবাসীকে নাকানিচোবানি খাওয়াতে শুরু করেছে পেট্রোলের দাম(Petrol price)। তবে এবার পিছনে পড়ে রইল না ডিজেলও। ভারতের ইতিহাসে প্রথম বার ১০০ টাকা পার করল ডিজেলের দাম(Diesel price)। শনিবার দেশে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ২৭ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২৩ পয়সা। যার জেরে মরু রাজ্য রাজস্থানে(Rajasthan) পেট্রোল ও ডিজেল দুটির দামই ১০০র গণ্ডি ছাড়িয়ে যায়। রবিবারও সেই দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন:‘কৃষক বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দিবস, ২৬ জুন সব রাজ্যের রাজভবনের সামনে ধর্না কর্মসূচি বিক্ষোভকারীদের
জানা গিয়েছে, শনিবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে মরুশহর রাজস্থানের গঙ্গানগর জেলায় পেট্রোলের দাম গিয়ে পৌঁছয় ১০৭ টাকা ৪৮ পয়সা প্রতি লিটার। পাশাপাশি ডিজেলের দাম হয় ১০০ টাকা ২৯ পয়সা। রবিবার পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন না হওয়ায় এই দাম জারি রয়েছে। রাজস্থানে ডিজেলের দাম ১০০ ছাড়িয়ে গেলেও বাকি শহরগুলি সেঞ্চুরি থেকে খুব একটা দূরে নেই। রবিবার মুম্বইয়ে পেট্রোলের দাম ১০২ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম পৌঁছেছে ৯৪ টাকা ৩৯ পয়সা। পেট্রোলের দাম ১০০ পার করেছে ভোপাল, জয়পুরের মত শহরগুলিতে। রবিবার কলকাতাতে পেট্রোলের দাম ৯৬ টাকা ০৬ পয়সা, পাশাপাশি ডিজেলের দাম ৮৯ টাকা ৮৩ পয়সা।













































































































































