ইউরো কাপে( Euro cup) প্রথম ম্যাচে ড্র করল ওয়েলস(Wales)। এদিন সুইজারল্যান্ডের( Switzerland)বিরুদ্ধে পিছিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল গ্যারেথ বেলের দল।

ম্যাচের এদিন প্রথম থেকেই দাপট দেখায় সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণে যায় তারা। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে সুইজারল্যান্ড। এরফলে ম্যাচের ৪৯ মিনিটে সুইজারল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন এমবোলো। এরপর পাল্টা আক্রমণ চালায় বেলরা। ম্যাচের ৭৪ মিনিটে ওয়েলসের হয়ে সমতা ফেরান কিফার মুর। সুইজারল্যান্ডের বিরুদ্ধে সমতায় ফিরলেও এদিন গোল পেলেন না গ্যারেথ বেল। গোলে খরা বজায় রাখলেন তিনি।
আরও পড়ুন:লাথি মেরে স্টাম্প ভেঙে দেওয়ার জন্য নির্বাসিত করা হল শাকিব আল হাসানকে












































































































































