শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ধাওয়ানরা

0
1

শ্রীলঙ্কা ( Sri Lanka )উড়ে যাওয়ার আগে মুম্বইতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে শিখর ধাওয়ানের ( Shikhar Dhawan)নেতৃত্বাধীন দল। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের(bcci) পক্ষ থেকে। সোমবার মুম্বইয়ে সকল ক্রিকেটারদের জড়ো হতে বলা হয়েছে।

শ্রীলঙ্কা সফরের দলে থাকা সকল ক্রিকেটাররা আগামী সোমবার জড়ো হচ্ছেন মুম্বইয়ে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের। এর মধ্যে ৭ দিন থাকবে কড়া কোয়ারেন্টাইন। এরপর করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। সেই রিপোর্ট নেগেটিভ আসলে বাকি ৭ দিন কোয়ারেন্টাইন কিছুটা শিথিল করা হবে,এবং সেই সময় নিজেরা জিম বা অন‍্যান‍্য পরিষেবা নিতে পারবে। আগামী ২৮ জুন কলম্বো উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের। সেখানে গিয়েও তিনদিন কড়া কোয়ারেনটাইনে  থাকতে হবে গব্বরদের।  ৪ জুলাইয়ের পর থেকে  ভারতীয় দল পুরোদমে অনুশীলন শুরু করবে।

এদিকে শ্রীলঙ্কা গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল ভারত। কিন্তু করোনার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। শিখর ধাওয়নরা তাই নিজেদের মধ্যেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বলে ঠিক করেছেন।

আরও পড়ুন:সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী বেল