গোটা দেশ টিকার যখন হাহাকার চলছে, সেই সময় কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা এক তথ্যে দেখা যাচ্ছে মে মাসে বেসরকারি হাসপাতালগুলিকে যে টিকার ডোজ দেওয়া হয়েছিল তার মাত্র ১৭ শতাংশ খরচ হয়েছে। সরকারি তথ্য বলছে মে মাসে বেসরকারি হাসপাতালগুলিকে মোট ১ কোটি ২৯ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছিল। তার মধ্যে মাত্র ২২ লক্ষ খরচ হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৪ জুন একটি প্রেস রিলিজ দেওয়া হয়। সেখানে বলা হয়েছে মে মাসে দেশজুড়ে মোট ৭ কোটি ৪০ লক্ষের মতো টিকা দেওয়া হয় সরকারি, বেসরকারি সংস্থাগুলিকে। যার মধ্যে বেসরকারি হাসপাতালগুলির জন্য ১ কোটি ৮৫ লক্ষ টিকা বরাদ্দ করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতালগুলি ১ কোটি ২৯ লক্ষ ডোজ কেনে। কিন্তু খরচ করতে পেরেছে মাত্র ২২ লক্ষ ডোজ।
বিশেষজ্ঞদের মতে বেসরকারি হাসপাতালে টিকার বেশি দামের কারণেই সরকারি হাসপাতালেই টিকা নেওয়ার দিকে ঝুঁকেছেন মানুষ। তাই বেসরকারি হাসপাতালের হাতে পর্যাপ্ত টিকা থাকলেও তা খরচ হচ্ছে না।














































































































































