শনিবার ইউরো কাপের( Euro cup) অভিযান শুরু করছে বেলজিয়াম( Belgium)। তার আগে জোড়া ধাক্কা খেল রেড বাহিনী। চোটের কারণে প্রথম ম্যাচে নেই কেভিন ডি ব্রুইন(Kevin de Bruyne) এবং অ্যাক্সেল উইটসেল। শনিবার ইউরো কাপে রাশিয়ার( Russia) বিরুদ্ধে নামবে বেলজিয়াম।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে গিয়ে নাকে এবং চোখে চোট পান ডি ব্রুইন। তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ডি ব্রুইন এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ব্যক্তিগত ভাবেই অনুশীলন চালাচ্ছিলেন। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর ফিরতে আরও কিছুটা সময় লাগবে। এদিকে গোড়ালির চোটের কারণে নেই অ্যাক্সেল উইটসেল।
প্রথম ম্যাচে কেভিন ডি ব্রুইনকে পাওয়া যাবে না সে কথা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেলজিয়াম।
আরও পড়ুন:শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বইতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ধাওয়ানরা












































































































































