পদ্মা সেতু : কলকাতা থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা!

0
1

মাত্র সাড়ে তিন ঘণ্টায় যাওয়া যাবে কলকাতা থেকে ঢাকা! ২০২১ সালের জুন মাসে শেষ হবে পদ্মা সেতু নির্মাণের কাজ। এবং রেলসেতু নির্মাণ কাজ শেষ হবে ২০২৪ সালের মার্চ মাসে। এমনই জানিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন।

তিনি জানিয়েছেন, বর্তমানে ট্রেনে আগরতলা থেকে কলকাতা যেতে সময় লাগে ৩০ ঘণ্টারও বেশি। রেলসেতু হয়ে গেলে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে ট্রেনে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা। বিভিন্ন কাজে বাংলাদেশের লোক যেমন কলকাতা যায়, তেমনই পশ্চিমবঙ্গের বহু মানুষ বাংলাদেশে আসেন। ফলে ঢাকা থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে ঢাকায় কম সময় পৌঁছনো গেলে উপকৃত হবেন বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিকরা।

আরও পড়ুন- গদ্দার-বেইমান: ফের রাজীবের বিরুদ্ধে পোস্টার, এবার বাঁকড়ায়

২২ মিটার প্রশস্ত এই সেতুতে চারটি লেইনে যানবাহন চলতে পারবে। আর নীচ দিয়ে এক লাইনে চলবে ট্রেন। ওই এক লাইনেই মিটারগেজ ও ব্রডগেজ- দুই ধরনের ট্রেন চলাচলের ব্যবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ ও নদী বাধের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।