খেলার মাঝ পথেই জ্ঞান হারালেন এরিকসন, স্থগিত করে দেওয়া হল ডেনমার্ক বনাম ফিনল‍্যান্ড ম‍‍্যাচ

0
2

খেলার মাঝ পথেই স্থগিত করে দেওয়া হল ডেনমার্ক ( Denmark)  বনাম ফিনল‍্যান্ড( Finland) ম‍‍্যাচ। ম‍্যাচের মধ‍্যেই হঠাৎই অসুস্থ হয়ে মাঠে পড়ে যান ডেনমার্কের ফুটবলার  ক্রিশ্চান এরিকসন( Christian Eriksen )। বেশ কিছুক্ষন মাঠে অচেতন হয়ে পড়েন থাকেন এরিকসন। এরপর কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস ফেরান চিকিৎসকেরা। মাঠেই চিকিৎসা শুরু করা হয় তাঁর। এরপরই স্থগিত করে দেওয়া হয় ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ। মাঠের মধ্যেই ১০ মিনিট চিকিৎসা করা হয় তাঁর।  এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে এরিকসনকে। এ মুহূর্তে অবস্থা স্থিতিশীল এরিকসনের, টইট করে জানাল উয়েফা।

এরিকসনের চিকিৎসা চলার সময় তাঁকে ঘিরে থাকেন সতীর্থরা। মাঠের মধ্যেই ফুটবলারদের চোখে জল দেখা যায়।

শনিবার ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করে ডেনমার্ক।

আরও পড়ুন:সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলের দল