টসিলিজুমাবকাণ্ড : সরিয়ে দেওয়া হল মেডিকেল কলেজের সেই অফিসারকে 

0
1

কলকাতা মেডিকেল কলেজে (Calcutta medical College) টসিলিজুমাবকাণ্ডে বড়সড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর (health department)। বিশেষ কমিটি গড়ে শুরু হয় তদন্ত। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরিয়ে দেওয়া হলো অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে। পাঠানো হয়েছে কোচবিহারের শীতলকুচিতে (coochbehar )। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে মেডিকেল অফিসার (medical officer) দেবাংশী সাহাকে শীতলকুচিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জটামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হল। শুক্রবারই এই মর্মে নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন।

প্রায় ১০ লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ টসিলিজুমাব (life saving drug tocilizumab) কেলেঙ্কারি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে । তদন্তে উঠে আসে মেডিকেল অফিসার দেবাংশী সাহা ও সিস্টার ইন চার্জের নাম। কলকাতা মেডিকেল কলেজের নিজস্ব তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্যভবন মনোনীত তিন সদস্যের একটি কমিটি তৈরি হয়। তারাও তদন্ত শুরু করে।গত শনিবার সেই কমিটি তাদের তদন্ত রিপোর্ট স্বাস্থ্যভবনে জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই ওই মেডিক্যাল অফিসারের বদলির নির্দেশিকা দেন বিভাগীয় প্রধান। বিষয়টিকে শাস্তি হিসাবেই মনে করছে ওয়াকিবহাল মহল।