‘খেলা হবে’ স্লোগানে এবার একটু অন্যভাবে পড়ল সরকারি সিলমোহর। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে স্লোগান নিয়ে মেতে উঠেছিল বাংলা। মূলত শাসকদল তৃণমূলের স্লোগান ছিল এটি। কিন্তু বিভিন্নভাবেই সেটা ব্যবহার করেছে অন্যান্য রাজনৈতিক দল. এই নিয়ে মিম হয়েছে। গান হয়েছে। এমনকী বিয়ে বাড়িতেও ‘খেলা হবে’ গান চালিয়ে নাচতে দেখা গেছে অনেককে। সেই সময় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন, ক্ষমতায় আসার পরে রেজিস্টার্ড ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হবে। বক্তৃতা শেষে তিনি নিজেও মঞ্চ থেকে ছুড়ে দিতেন ফুটবল। এবার সেই ফুটবল বিলি প্রকল্পের নাম ‘খেলা হবে’ (Khela Hobe) রাখল রাজ্য সরকার।
একুশের নির্বাচনের আগে ভাইরাল হয় ‘খেলা হবে’ স্লোগান। রাজ্যের প্রথম সারির অনেক নেতানেত্রীর মুখেই ঘুরছিল এই স্লোগান। বাদ যায়নি বাম শিবিরের তরুণ প্রজন্মও। সবার মুখেই, ‘খেলা হবে… খেলা হবে…’। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, “হয়ে যাক খেলা… এক পায়ে খেলা হবে।” বিপুল ভোটে জিতে গিয়েছেন মমতা। তৃতীয় বারের সরকার গঠন করেছেন তিনি। তাই এবার সেই স্লোগানকেই মান্যতা দিলেন তিনি। এবার ‘খেলা হবে’ ক্রীড়া কর্মসূচির সরকারি প্রকল্প। এই প্রকল্পে ফুটবলের মানোন্নয়নে রেজিস্টার্ড ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হবে। ইতিমধ্যেই নবান্নের তরফে রাজ্যের প্রত্যেকটি পুরসভা ও পঞ্চায়েতে কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। রেজিস্টার ক্লাবগুলির তালিকা তৈরি করে কোন ক্লাবগুলি খেলাধুলোয় সক্রিয় তা জানাতে বলা হয়েছে। ১৮ জুনের মধ্যে তালিকা তৈরি করে দিতে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সেই ক্লাবগুলিকে রাজ্যের ‘জয়ী’ প্রকল্পে তৈরি ফুটবলই পাঠানো হবে।