বাতিল নয়, করোনা আবহেই বিশ্বভারতীতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা

0
1

করোনা আবহে রাজ্য সরকার ও মোদি সরকার উভয়েই পরীক্ষা বাতিল করেছে। কিন্তু পরীক্ষা বাতিলে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পুরো নেওয়া হবে বলে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।  ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের পাঠভবন এবং শিক্ষাসত্রের প্রি ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে। তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে (জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে)। ওই পরীক্ষায় শিক্ষকদের প্রশ্নের উত্তর দেবেন পড়ুয়ারা। যার ভিত্তিতে নম্বর দেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত করোনা আবহের জেরে একাধিক বোর্ড তাদের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সেই পথে হেঁটেছে রাজ্য সরকারও। কিন্তু গত ৭ জুন বিশ্বভারতী ছাত্রছাত্রীদের একাংশ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ইমেল মারফত একটি আবেদন জানান। ইমেলে তাঁরা জানান, করোনার জেরে ঠিকমত পড়াশুনো হয়নি তাঁদের। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো কর্তৃপক্ষ যেন তাঁদের প্রি ডিগ্রি পরীক্ষা বাতিল করেন। এই আবেদন পাওয়ার পরই বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি বৈঠক করে তাঁদের আবেদন খারিজ করে পরীক্ষা বিষয়ক একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে পরীক্ষা সম্পর্কীয় যাবতীয় তথ্য পেশ করা হয়।

Advt