নিউটাউনের সাপুরজির আবাসনে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছিলেন কলকাতা পুলিশের এসটিএফের দুঁদে ইন্সপেক্টর কার্তিকমোহন ঘোষ। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। পুলিশকর্তার শরীরের যে অংশ জখম হয়েছে আজ, বৃহস্পতিবার সেখানকার এমআরআই, ইএমজি-সহ কয়েকটি টেস্ট করা হয়েছে বলেও জানা গিয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন বুলেট তাঁর শরীরে আটকে নেই। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি কার্তিকবাবুর শরীর ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় আঘাত লেগেছে। সেই আঘাত কতটা গুরুতর তা অবশ্য এইসব টেস্টগুলির পরই জানা যাবে। তারপরই চিসিৎসার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন কার্তিকমোহন ঘোষ। বলেই জানানো হচ্ছে।
আরও পড়ুন:নারদে CBI-এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন অভিযুক্তদের কৌঁসুলি লুথরা
প্রসঙ্গত, নিউটাউনের অভিজাত সাপুরজি আবাসনে গতকাল এনকাউন্টারে জখম হন স্পেশাল টাস্ক ফোর্সের এই ইন্সপেক্টর। তাঁর বাঁ কাঁধ ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। একটুর জন্য প্রাণে বেঁচে যান। এরপর থেকেই জখম অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কার্তিকমোহন ঘোষ।