ডোমিনিকা পুলিশের(Dominica police) হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি ভারত থেকে পলাতক জালিয়াত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি(Mehul Choksi)। ডোমিনিকা আদালতে মামলা চলছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতির মাঝেই এবার বড়সড় ধাক্কা খেলো পিএনবি কাণ্ডে অভিযুক্ত মেহুল। সম্প্রতি এই হিরে ব্যবসায়ীকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা করেছে ডোমিনিকা। সরকারের তরফে এহেন ঘোষণায় মেহুলের ভারতে প্রত্যর্পণ আটকাতে যে আইনি লড়াই চলছে তা আরও কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ডোমিনিকা জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্রমন্ত্রক মেহুলকে দেশছাড়া করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে(police)।
আরও পড়ুন:চরাচরের দূরত্ব কাটিয়ে না-ফেরার দেশে বুদ্ধদেব দাশগুপ্ত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, মেহুলকে বাঁচাতে উঠে-পড়ে লেগেছে তার আইনজীবী। গত সপ্তাহে আদালতের কাছে তিনি জানান, বেআইনিভাবে ডোমিনিকায় প্রবেশ করেনি মেহুল। পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। কারন সে নিষিদ্ধ অভিবাসী নয়। এদিকে হিরে ব্যবসায়ীকে বিপাকে ফেলতে ডোমিনিকা স্বরাষ্ট্রমন্ত্রক গত ২৫ মে মেহুল চোকসিকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা করে নোটিস জারি করেছিল। যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় মেহুলকে দেশ ছাড়া করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলাদাভাবে এ বিষয়ে মেহুল চকসিকেও নোটিশ পাঠানো হয় প্রশাসনের তরফে। জানিয়ে দেওয়া হয় ডোমিনিকাতে তার প্রবেশের অনুমতি নেই। তাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশও দেওয়া হয়।











































































































































