ভারতকে (India India) ৮ কোটি ভ্যাকসিন ( 8 crore vaccine)পাঠাচ্ছে আমেরিকা(america) । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (president Joe Biden)এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র অফিশিয়াল (senior official of state department of America) জানিয়েছেন, প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রাষ্ট্রসঙ্ঘের কোভ্যাক্সের (by the covax of United Nations) মাধ্যমে ৮ কোটি ভ্যাকসিন বিনামূল্যে পাবে ভারত। তবে শুধু ভারতেই নয় কোভ্যাক্সের মাধ্যমে দক্ষিণ -;পশ্চিম এশিয়া ও আফ্রিকার দেশগুলিকেও করোনার টিকা দেওয়ার কথা ভাবছে আমেরিকা।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসও সংবাদমাধ্যমকে প্রেসিডেন্টের এই ঘোষণার জানিয়েছেন। যদিও প্রাইস বলেছে যে ঠিক কবে এই টিকা ভারতে এসে পৌঁছবে সে বিষয়ে ধারণা নেই তাঁর। হোয়াইট হাউসের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছেছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারত বিপর্যস্ত ও বিধ্বস্ত হওয়ার পর এক এক করে বহু দেশ পাশে এসে দাঁড়িয়েছে। সেই তালিকায় এবার নাম লেখালো আমেরিকা। নেড প্রাইস জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট আন্তরিকভাবে ভারতের পাশে দাঁড়াতে চান। তিনি ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রাইস আরো জানিয়েছেন বেসরকারি বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তাঁদের কথা হয়েছে ইতিমধ্যেই। যত দ্রুত সম্ভব ভারতে টিকা পৌঁছে দিতে মরিয়া তারা।