ভরা কোটালে ফের দুর্যোগের আশঙ্কা, উপকূলবর্তী এলাকায় মাইকিং প্রশাসনের

0
1

ইয়াসের ক্ষত এখনো দগদগে দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, তাজপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায়। এরই মাঝে ফের দুর্যোগের ভ্রুকুটি দেখা গিয়েছে বঙ্গে। আগামী ১১ জুন ভরা কোটাল তার সঙ্গে দোসর হয়েছে বঙ্গোপসাগরে(Indian Ocean) নিম্নচাপ(depression)। ফলে শুক্রবার ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্রের জল ফুলে-ফেঁপে ফের বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছে সরকার(government)। ফলস্বরূপ এলাকাবাসীকে সতর্ক করতে কোমর বেঁধে ময়দানে নামল জেলা প্রশাসন(district administration)।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সরকারি নির্দেশ মেনে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় ভরা কোটালের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী চার দিনের জন্য সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। বুধবার সকাল থেকেই এলাকাবাসীকে এ বিষয়ে অবগত করতে চলছে মাইকে প্রচার। প্রশাসনের তরফে বারবার করে জানানো হচ্ছে, আগামী শুক্রবার ফের নদী-সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, তাই সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় যে সকল মানুষ রয়েছেন তারা যেন দ্রুত উঁচু জায়গায় চলে যান। নয়া এই দুর্যোগে ফের যাতে বাঁধ ভেঙে না পড়ে তার জন্য প্রশাসনের তরফে নদীর পাড়ে বালির বস্তা ফেলা হচ্ছে। চলছে নজরদারি।

আরও পড়ুন:নিউটাউন এনকাউন্টার: দুই দুষ্কৃতীর মৃতদেহ শনাক্ত করলো পাঞ্জাব পুলিশ

শুধু দীঘা নয়, সুন্দরবন লাগোয়া অঞ্চল গুলিতেও একই রকমভাবে সতর্ক করা হচ্ছে সাধারন মানুষকে। নয়া এই দুর্যোগের নদী বাঁধ ভাঙতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। উল্লেখ্য, গত মাসের ২৬ তারিখ আছড়ে পড়ার সময় ভরা কোটাল ছিল যার ফলে তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় নদী ও সমুদ্রে। কার্যত তছনছ হয়ে যায় দীঘা মন্দারমনি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো আগামীকাল শুক্রবারের ভরা কোটাল ফের চোখ রাঙাচ্ছে উপকূলের মানুষকে।

Advt