দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কিছুটা কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। কমল মৃত্যুও।
বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৪৮ হাজার ১০৪। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭০ জন। তবে এদিন আক্রান্ত তুলনায় সুস্থতার সংখ্যা খানিকটা কম। যার ফলে সামান্য বাড়ল অ্যাক্টিভ কেস। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ১৪,৭১৯ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। গতকালের সংখ্যাটা ছিল ৯৫।
স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ৪৮৫। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ২৪ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ১ হাজারের নীচে। একদিনে ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং ২৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।
আরও পড়ুন- হাত বাড়ালেই বন্ধু! অক্সিজেন-ওষুধ-ভ্যাকসিন নিয়ে গরিবের দরজায় কো-হেল্প































































































































