সিকিমের নামচিতে পোড়ানো হল প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়ার(baichung bhutia) কুশপুতুল। সরকারের একটি সিদ্ধান্তের বিরোধিতা করায় বাইচুং এর বিরুদ্ধে রাস্তায় নামে দক্ষিণ সিকিল মহিলা সংঘ।

ঘটনার সূত্রপাত একটি ফুটবল মাঠে হাসপাতাল গড়ে ওঠা নিয়ে। প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার চাননা ফুটবল মাঠে হাসপাতাল গড়ে ওঠুক। এই নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বাইচুং। তিনি ফেসবুকে লেখেন,” একমাত্র মাঠে সিকিম সরকার একটি ৩০০ বেড বিশিষ্ট হাসপাতাল তৈরি করছেন। এবং এই প্রকল্পে ইতিমধ্যেই ৮০ কোটি টাকা খরচ করেছে প্রশাসন। আমার মতে জোরেথাংয়ের কাছে কারফেক্তারে সিকিম সরকার একটি জমি কিনেছিল ক্যানসার হাসপাতালের জন্য, সেখানে এই হাসপাতালটি গড়লে দক্ষিণ ও পশ্চিম সিকিমের বাসিন্দাদের সুবিধা হত।”

এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে সিকিমের নামচি। নামচি সেন্ট্রাল পার্কে পোড়ানো হয় বাইচুং ভুটিয়ার কুশপুতুল।
আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া











































































































































