প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের কোনও কমতি নেই। এবার সেই দাড়ি কাটার জন্য সরাসরি টাকা পাঠিয়ে দিলেন এক চা-ওয়ালা। তবে তাঁর দাবি তিনি প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য এই কাজ করেননি। টাকার সঙ্গে পাঠানো চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন, করোনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হোক।
মহারাষ্ট্রের বারামতীর বাসিন্দা অনিল মোরে, ইন্দাপুরে এক বেসরকারি হাসপাতালের কাছে একটি চায়ের দোকান চালান। ছোট্ট ব্যবসা কোনও রকমে টিমটিম করে চলছে। যা এই করোনাকালে আরও খারাপ অবস্থায়। তার মধ্যেও নিজের জমানো অর্থ থেকে ১০০ টাকা প্রধানমন্ত্রীকে পাঠালেন অনিল।
টাকা এবং চিঠি পাঠানো প্রসঙ্গে অনিল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়াচ্ছেন। কিন্তু আমার মনে হয়, দাড়ি বাড়ানোর থেকেও কর্মসংস্থান, টিকাকরণের গতি বেশি প্রয়োজন। সেই সঙ্গে তাঁর দাবি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করা প্রয়োজন আরও বেশি করে। করোনার জন্য ২টি লকডাউনের মানুষ যেভাবে সমস্যায় পড়েছেন তা নিবারণ করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
অনিলের আরও দাবি তিনি প্রধানমন্ত্রীকে কোনও ভাবেই অসম্মান করার জন্য টাকা পাঠাননি। বরং তিনি প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মান করেন। কিন্তু উনি যাতে দাড়ি কেটে আমাদের আসল সমস্যাগুলির উপর নজর দিতে পারেন সে কারণেই এই টাকা পাঠানো।
অনিল চিঠিতে প্রধানন্ত্রীর কাছে করোনায় মৃতদের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা এবং লকডাউনে যে সব পরিবার পরিবার কার্যত সম্বলহীন হয়ে পড়েছেন তাদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয় হোক।
তবে অনিল যাই দাবি করুন তাঁর এই দাড়ি কাটার জন্য প্রধানমন্ত্রীক পাঠানো চিঠি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।