নিউটাউনে নিহত দুষ্কৃতী ভাল্লারের বিরুদ্ধে ৪০টি মামলা, মাথার দাম ছিল ১০লক্ষ

0
1

পুলিশ খুনে অভিযুক্ত ছিল নিউটাউনে সাপুরজি আবাসনে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতী। গত ১৫মে, লুধিয়ানায় দুই অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসারকে খুন করেছিল চার দুষ্কৃতী। তারমধ্যে দুজন হলো জয়পাল ভুল্লার ও যশপ্রীত সিং। খুনের পর রবিবার সেফ জোন হিসাবে বাংলাকে তারা বেছে নেয়। নিউটাউনের আবাসনের পাঁচতলায় তারা ২২ মে থেকে ঘাঁটি গেড়েছিল। ফোনের সূত্র ধরেই পুলিশ তাদের তল্লাশিতে আসে। তারপরে এনকাউন্টার।

নিহত দুই দুষ্কৃতীর মধ্যে জয়পাল ভাল্লার কুখ্যাত দুষ্কৃতী। ফিরোজপুরের বাসিন্দা। দেশের পাঁচটি রাজ্যে তার নামে কম করে ৪০টি মামলা রয়েছে। জয়পালের বাবা রিটায়ার্ড পুলিশ অফিসার। গত ১৫মে একটি দেশি মদের ঠেকে অভিযান চালাতে গেলে দুই পুলিশ অফিসারকে খুন করে দুষ্কৃতীরা।

আরও পড়ুন:ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

এদিন ফোন ট্যাপ করে এসটিএফ জানতে পারে জয়পালরা সাপুরজি ফ্ল্যাটে লুকিয়ে রয়েছেন। পুরো টিম নিয়ে পুলিশ পৌঁছায়। পাঁচ তলার দরজা খুললে শুরু গুলির লড়াই। আলমারিরর পাশ থেকে নাইন এম এম পিস্তল থেকে গুলি চালাতে থাকে ভাল্লার। কিন্তু তাতে রক্ষা হয়নি। জয়পাল ও যশপ্রীতের মৃত্যু হয়। জয়পালের মাথার দাম ১০লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। সন্ধ্যায় নিউটাউনের সাপুরজি আবাসনে সিআইডির টিম আসে। শুরু হয়েছে তদন্ত। রাতে দুজনের দেহ ময়না তদন্তে পাঠানো হয়। গুলির লড়াইয়ে পুলিশ অফিসার কার্তিকমোহন ঘোষের কাঁধ ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। আহত পুলিশ অফিসারকে ভর্তি করা হয়েছে আমরি হাসপাতালে।

Advt