প্রয়াত প্রাক্তন ক্রিকেটার রবি বন্দ্যোপাধ্যায় (Rabi Banerjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে শহরের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে।
করোনাক্রান্ত (COVID-19) হয়েও সেরে উঠেছিলেন রবি বন্দ্যোপাধ্যায়। কিন্তু হৃদয় জনিত সমস্যার জন্য তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়াও নিয়মিত ডায়লিসিস চলছিল প্রাক্তন এই ক্রিকেটারের। ১৯৬৯-৭০ ও ১৯৭৪-৭৫ এর মধ্যে বাংলার হয়ে ১০ বার প্রতিনিধিত্ব করেছিলেন।
প্রাক্তন এই ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সিএবির পক্ষ থেকে প্রয়াত ক্রিকেটারের পরিবারকে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। এদিন সিএবিতে প্রাক্তন ক্রিকেটারের স্মরণে সংগঠনের পতাকা অর্ধনমিত রাখে।
আরও পড়ুন:আইসিসি টেস্ট র্যাঙ্কিংএ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই রইলেন উইলিয়ামসন, পঞ্চম স্থানে বিরাট