‘Rockstar Campaigner’, দেবাংশুর প্রশংসায় সায়নী

0
3

‘Rockstar Campaigner’। যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশুকে ‘রকস্টার প্রচারক’ বলে ঢালাও প্রশংসা করলেন যুব সভানেত্রী সায়নী ঘোষ। একুশের ভোট প্রচারে এক ‘অন্য’ জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। সায়নীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো পদে বসিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের পর মঙ্গলবারও তৃণমূল ভবনে গিয়েছিলেন সদ্য যুব তৃণমূল সভাপতির দায়িত্বপ্রাপ্ত সায়নী। সেখানে গিয়ে সায়নী দেখা করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বঙ্গ জননীর সভানেত্রী ও তৃণমূল সাংসদ মালা রায়, তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ,কেশপুরের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের জেলা এস সি সেলের কার্যকরী সভানেত্রী শিউলি সাহার সঙ্গে। এছাড়াও সেখানে ছিলেন যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, সৌম্য বক্সি, শক্তি প্রতাপ সিং ও বসুন্ধরা গোস্বামী।

https://twitter.com/sayani06/status/1402297375138344960

আরও পড়ুন-যোগী রাজ্যে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৭ জনের, সাহায্যের আশ্বাস মোদির

পরে দেবাংশুকে নিয়ে ট্যুইট করেন সায়নী ঘোষ। সংবাদমাধ্যম থেকে নেট দুনিয়া, তাঁর যুক্তিতে কার্যত ‘চুপ’ হয়ে যান বিরোধীরা। দেবাংশু জানিয়েছিলনে একুশের বিধানসভা ভোটে তৃণমূলকে আবার মসনদে বসিয়ে তিনি রাজনীতি ছাড়বেন। তবে এখনও দেবাংশু রাজনীতি করছেন। শুধু তাই নয়, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Advt