মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার যান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দূর থেকে দাঁড়িয়ে দেখা নয়, একেবারে বাড়ির উঠোনে গিয়ে বসে, স্বজনহারা মানুষের চোখের জল মুছিয়ে দেন তিনি। সদ্য পিতৃহারা নাবালককে কোলে টেনে নেন। হাত রাখেন অভিভাবকহীন শিশুর মাথায়। এরপর সারাদিনের টুকরো ছবি নিজের ফেসবুক (Facebook) ওয়ালে পোস্ট করে অভিষেক লেখেন, “বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাতে মুর্শিদাবাদে বরহমপুর ও রঘুনাথগঞ্জ গিয়েছিলাম। তাঁদের বেদনাতুর দৃষ্টি অসহনীয়। আমি যেমন আন্তরিক সমবেদনা জানাই, তেমনই প্রত্যেককে সাধ্য মতো সাহায্যের আশ্বাস দিয়েছি।”
তাঁকে এভাবে পাশে পেয়ে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে অসহায় পরিবারগুলি।

আরও পড়ুন- নিউটাউনে নিহত দুষ্কৃতী ভাল্লারের বিরুদ্ধে ৪০টি মামলা, মাথার দাম ছিল ১০লক্ষ































































































































