নেট দুনিয়ায় ( social media)এখন সবচেয়ে চর্চিত ও আলোচিত বিষয় হল (marriage ceremony of Yami Gautam Aditya Dhar) ইয়ামি গৌতমের বিয়ে। বেশ কয়েক বছর ধরেই বলিউডে বিয়ে মানেই ডেস্টিনেশন ওয়েডিং, কর্পোরেট কায়দায় অতিথি আপ্যায়ন, ঝাঁ-চকচকে সেট এবং বর কনের বহুমূল্য ডিজাইনার পোশাক। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত পথে হাঁটলেন ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর।
একেবারেই ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন ইয়ামি আদিত্য। আর তাতেই নেটিজেনদের মন জয় করেছে নিয়েছেন এই সেলেব দম্পতি। বিয়ের পোশাক, সাজ ও বিয়ের মঞ্চ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণের অনেক কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা। সবার মুখে এক কথা, এমন ছিমছাম অথচ চোখ ধাঁধানো বিয়ে ভাবাই যায় না। ইয়ামি গৌতম অবশ্য প্রথম থেকেই নজরকাড়া। টেলিভিশনে পা রাখার পর থেকেই ইয়ামিকে অনেকেই পাশের বাড়ির যুবতীর সঙ্গে তুলনা করে। ভিকি ডোনার সিনেমাতেও নিজের সাধারণ ইমেজ বজায় রেখে দর্শকমন জিতে নিয়েছিলেন ইয়ামি। ঠিক সেভাবেই সকলের মন ও নজর কাড়লেন বিয়ের সাজেও। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ফের নজর কাড়লেন তিনি। লাল টুকটুকে বেনারসি, সিঁথিতে চওড়া সিঁদুর, লাল লিপস্টিক, কপালে টিম, কানে সোনার বড় কানবালা, গলায় লম্বা সোনার হার । ঠিক যেন এক ভারতীয় নারীর সাজ। আর ইয়ামি গৌতমের এই পোস্ট ওয়েডিং লুক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেয়ারের পর শেয়ার। লাইকের বন্যা। শুভেচ্ছার পাহাড়। সবাই বলছেন ভালো থাকুন ইয়ামি আদিত্য।