ইয়াস বিধ্বস্ত দিঘা উপকূল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

0
1

ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ৩ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল মঙ্গলবার আকাশপথে দিঘা পৌঁছল। সকাল পৌনে এগারোটা নাগাদ হাওড়া ডুমুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দেয় হেলিকপ্টার। দিঘায় পৌঁছে মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করছে প্রতিনিধি দলটি। সড়ক পথেও একটি দল এলাকা পরিদর্শন করবে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের শেখ শাহি, অলীকপান্থ দে, রাজীব প্রতাপ দুবে, আর বি কল হেলিকপ্টারে দিঘা পৌঁছেছেন। এবং নরেন্দ্র কুমার, সংযুক্তা কাঞ্জিলাল ও দীপশেখর সিংহলরা সড়ক পথে সেখানে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি দিঘায় প্রশাসনিক বৈঠক করবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পৌঁছয় পাথরপ্রতিমায়। আর একটি দল কলকাতা থেকে সড়কপথে গদখালি পৌঁছে গোসাবায় যায়।

Advt