সম্পর্কে ফাটল? উত্তরপ্রদেশ বিজেপির টুইটার থেকে সরলো মোদির ছবি

0
1

দায়িত্ব নিয়ে দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। সম্প্রতি করোনা পরিস্থিতিতে(corona) গঙ্গায় শয়ে শয়ে লাশ ভাসা থেকে শুরু করে, টিকাকরণের উত্তরপ্রদেশ সরকারের ব্যর্থতায় রীতিমতো বিরক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যার জেরে যোগী-মোদি সুমধুর সম্পর্কে এবার বড়সড় ফাটল ধরল। গত শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিনে শুভেচ্ছাও জানাননি প্রধানমন্ত্রী। এবার উত্তরপ্রদেশ বিজেপির টুইটার ও ফেসবুক পেজ থেকে সরিয়ে দেওয়া হল নরেন্দ্র মোদির ছবি। এই ঘটনায় রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চান না যোগীর সঙ্গে এক ফ্রেমে তার ছবি থাকুক। আর সেই কারণেই কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে নির্দেশে ফেসবুক টুইটারে যোগীর পাশ থেকে মোদির ছবি সরিয়ে দিতে বাধ্য হয়েছেন উত্তরপ্রদেশ বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, একেবারে শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় পাত্র ছিলেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বৃত্তে যে কয়েকজন মুখ্যমন্ত্রী রয়েছেন তার মধ্যে অন্যতম ছিলেন যোগী আদিত্যনাথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে বদল এসেছে। উত্তরপ্রদেশের যোগী সরকারের কর্মকাণ্ড গোটা দেশে চরম বিতর্ক তৈরি করেছে। করোনা কালে এই পরিস্থিতি চরম আকার ধারণ করে। অনুমান করা হচ্ছে, করোনা মোকাবিলায় যোগীর কাজে প্রচন্ড অসুন্তুষ্ট প্রধানমন্ত্রী। রাজ্যে টিকার যোগানে কোনও রকম কার্পণ্য না থাকলেও টিকাকরণে যোগী সরকারের ব্যর্থতা ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের হাল যে কার্যত বেহাল সেটাও ভালরকম জানেন প্রধানমন্ত্রী। যোগীর রাজ্য থেকে গঙ্গায় শয়ে শয়ে লাশ ভেসে যাওয়ায় দেশ তো বটেই আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে নরেন্দ্র মোদির।

আরও পড়ুন:সানির হাত থেকে খিচুড়ি নিতে করোনা বিধি ভেঙে পরিযায়ী শ্রমিকদের ভিড়

উত্তরপ্রদেশে বিজেপির ইমেজ এতটাই খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে যে এক বছর পর এই রাজ্যে নির্বাচন থাকলেও এখন থেকেই ইমেজ সামলাতে দফায় দফায় বৈঠক করতে হচ্ছে আরএসএস ও বিজেপিকে। আর এসব কিছুর পিছনে আঙুল উঠছে যোগী আদিত্যনাথের দিকে। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন নির্বাচনে হয়তো যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী মুখ নাও করতে পারে শীর্ষ নেতৃত্ব। এই সমস্ত কিছুর মাঝেই শনিবার যোগীর জন্মদিনে মোদীর শুভেচ্ছা বার্তা না আসা জল্পনা বাড়িয়েছিল। এবার শীর্ষ নেতৃত্বে নির্দেশে টুইটার ফেসবুকে যোগীর পাশে থেকে মোদির ছবি সরে যাওয়ায় জল্পনার আগুনে বাড়তি ঘি যোগ হয়েছে। জানিয়ে রাখি উত্তরপ্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরে গেলেও, দেশের বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেখানকার মুখ্যমন্ত্রী পাশে দিব্যি রয়েছেন হাস্যমুখী মোদি।

Advt