কোর্ট বা CBI দফতরের জমায়েত কোনও কাজে বাধা দেয়নি, হাইকোর্টে সিংভি

0
1

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ- মামলা স্থানান্তরের শুনানিতে সোমবার অভিযুক্তদের কৌঁসুলি অভিষেক মনু সিংভি’কে পর পর প্রশ্ন করলেন বিচারপতিরা৷

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – সলিসিটর জেনারেল কিন্তু চারজনের জামিনের বিরোধিতা করেন নি। উনি Monocracy নিয়ে প্রশ্ন তুলেছেন। ধরনা, অবস্থান বিচারের ওপর প্রভাব ফেলতে পারে, এই নিয়েই প্রশ্ন তুলেছেন৷
[ প্রসঙ্গত, অভিধানে Monocracy-র অর্থ হিসাবে বলা হয়েছে, a form of government in which the ruler is an absolute dictator, not restricted by a constitution or laws or opposition etc.]

◾বিচারপতি সৌমেন সেন – CBI বলেছে কোর্ট চত্বরে বহু মানুষের সঙ্গে প্রভাবশালীদের উপস্থিতি নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রভাব পড়েছে, এমনই বলা হয়েছে CBI-এর তরফে৷ বলা হয়েছে, এ ধরনের কাজে সাধারন মানুষের অন্য রকম ধারণা হতে পারে। (সিংভিকে) এ বিষয়ে আপনি কি বলবেন?

আরও পড়ুন-গ্রেফতারের আগে কেন CBI নোটিশ দেয়নি? নারদ-মামলায় প্রশ্ন সিংভির

◾সিংভি – এরা কোর্ট বা CBI অফিসে থাকলেও কাউকেই কোনও কাজে বাধা দেয়নি৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – তাঁরা নির্দিষ্ট এজলাসে না থাকলেও, ওই আদালতের চত্বরেই ছিলেন৷

Advt