১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের বকেয়া ৩১টি ম্যাচ

0
2

সংযুক্ত আরব আমিরশাহিতে ‘আইপিএল ১৪’-র  বকেয়া ৩১টি ম্যাচ হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। বোর্ডের তরফে চূড়ান্ত সূচি প্রকাশ না হলেও এক কর্মকর্তা জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের ম্যাচ এবং ফাইনাল হবে ১৫ অক্টোবর। আবু ধাবি, দুবাই আর শারজাহর ৩টি স্টেডিয়ামে আইপিএলের বাকি ৩১টি ম্যাচের আয়োজন করা হবে।

এদিকে আইপিএল শেষ হওয়ার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ল্যান্ডের ক্রিকেটের ডিরেক্টর অ্যাশলে জাইলস আগেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএলে খেলবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিদেশি যে ক্রিকেটাররা আইপিএল খেলেন তাঁদের যাতে পরবর্তী ম্যাচেগুলিতেও পাওয়া যায় তার জন্য ওই দেশের বোর্ডের সঙ্গে কথা বলছে বিসিসিআই। এখন দেখার ওই বিদেশি ক্রিকেটাররা আরব আমিরশাহি আসেন কিনা।

Advt