১৩৫ সন্তান, ১২৬ জন নাতি-নাতনির সামনে ৩৭ বারের জন্য বিয়ে করছেন এই ব্যক্তি, দেখুন ভাইরাল ভিডিও

0
1

সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক মজার ভিডিও শেয়ার করেন। তবে কিছু ভিডিও রয়েছে যা দেখে অবাক হতে হয় এবং উপভোগও করা যায়। এবার এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যা মানুষকে শুধু অবাকই করেনি মানুষকে ভাবতেও বাধ্য করেছে এটা সত্যি কিনা! এখন আপনি নিশ্চই ভাবছেন যে ভিডিওতে কী এমন রয়েছে? তাহলে বলা যাক, এক ব্যক্তি তাঁর পুরো পরিবারের সামনে ৩৭ বারের জন্য বিয়ে করছেন।

আরও পড়ুন-প্রবল চাপের মুখে পড়ে অবশেষে বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা মোদির

ভিডিওটি প্রথমে দেখে খুব স্বাভাবিক মনে হলেও এর ক্যাপশন দেখে অবাক হয়েছেন নেট নাগরিকরা। ভিডিওতে প্রবীণের বয়স জানা যায়নি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, তিনি ৩৭ বারের জন্য বিয়ে করছেন। পুরো পরিবারের সামনে। পরিবারে রয়েছেন তাঁর ২৮ জন স্ত্রী। ১৩৫ জন সন্তান। এবং ১২৬ জন নাতি-নাতনি!

এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের হাতে হাতে ঘুরছে। দেখুন ভিডিও…

https://twitter.com/JPulasaria/status/1401494137052954625

Advt