কোভিড বিধি মেনে পানিহাটি স্পোর্টিং সেন্টারে রক্তদান শিবির

0
1

একদিকে কোভিড সংক্রমণ আর অন্যদিকে প্রচণ্ড গরম।ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অপ্রতুলতা। সেই চাহিদা মেটাতে পানিহাটি স্পোর্টিং সেন্টার আয়োজন করেছিল এক রক্তদান শিবিরের। রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক মলয় রায় প্রমুখ ।

কোভিডের সব নিয়ম বিধি মেনে এখানে ৫২ জন রক্তদান করেন । নির্মল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের বিরুদ্ধে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন। দুয়ারে দুয়ারে রেশনের খাদ্য সামগ্রী যেমন পৌঁছে দেওয়া হচ্ছে, তেমনি সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি আমরা । আজকের এই রক্তদান শিবির ছোট আকারে হলেও আরও বেশি করে প্রয়োজন। এলাকার মানুষ যেভাবে এগিয়ে এসেছেন এই রক্তদান কে সাফল্যমন্ডিত করতে তা সাধুবাদযোগ্য ।

সৌগত রায় বলেন, রক্তদান মহৎ কাজ। যেভাবে তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে তা আগামী দিনে যাতে বজায় থাকে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে। আমরা সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেব।

গরমে এমন একটি রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Advt