সাত পাকে বাঁধা (tied the knot) পড়লেন বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতম ( Bollywood actress Yami Gautam)। পাত্র, পরিচালক আদিত্য ধর(film director Aditya )। শুক্রবার একেবারেই ঘরোয়া ভাবে বিয়ে সেরে নিয়েছেন ইয়ামি – আদিত্য‘ । পরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভ বিবাহের সুখস্মৃতি শেয়ার করেছেন। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বিয়ের সাজে নিজেদের ছবি শেয়ার করেছেন ইয়ামি। সেখানে কবি রুমির কবিতার একটি লাইন লিখেছেন, ‘তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। পরিবারের সদস্যদের আশীর্বাদ নিয়ে আজ আমরা বিয়ে করলাম। দু’জনেই প্রাইভেট পার্সন হওয়ার কারণে পরিবারের সদস্যদের সঙ্গেই এই আনন্দ ভাগ করে নেব। ভালবাসা এবং বন্ধুত্বের যাত্রা শুরু করলাম। আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা একান্ত কাম্য।’ দিয়া মির্জা, সবিতা ঢুলিপালা, বাণী কাপুর সহ বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা সতীর্থ নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
বলিউডে পরিচালক অভিনেত্রী জুটি বাঁধার ঘটনা এই প্রথম নয় । ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। প্রথম ছবিতেই ইন্ডাস্ট্রির নজরে পড়ে গিয়েছিলেন। অন্যদিকে ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো প্রশংসনীয় ছবির পরিচালক আদিত্য। ইয়ামি এবং আদিত্য দু’জনেই তাঁদের ব্যক্তিগত জীবনকে একান্তভাবেই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাই তাঁদের প্রেমের খবর ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া কেউ জানতে পারেননি। আবার বিয়েটাও করলেন একেবারেই চুপিসারে। বিয়ে খবরও তাঁরা নিজেরা জানানোর আগে প্রকাশ্যে আসেনি।








































































































































