সেচ দফতরে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, প্রতারণার দায়ে ধৃত দুই শুভেন্দু- ঘনিষ্ঠ

0
2

সরাসরি রাজ্যের সেচ দফতরে চাকরি করে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কলকাতায় গ্রেফতার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ দুই ব্যক্তি৷ প্রাক্তন সেচমন্ত্রীর ঘনিষ্ঠ রাখাল বেরা এবং চঞ্চল নন্দীকে গ্রেফতার করেছে মানিকতলা থানা৷

উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা সুজিত দে মানিকতলা থানায় লিখিত অভিযোগে বলেছেন, ২০১৯ সালের আগস্ট মাসে রাখাল বেরা এবং চঞ্চল নন্দী তাঁকে ডেকে পাঠান মানিকতলা থানা এলাকায় অবস্থিত সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এর আবাসনের একটি ফ্ল্যাটে ৷ সেখানেই রাখাল-চঞ্চল তাঁকে বলে টাকা দিলে সেচ দফতরে চাকরি করে দেবে৷ সুজিত দে-র অভিযোগ, ওই ফ্ল্যাটে তখন বেশ কিছু লোক ছিলো, তাঁদেরও ডাকা হয়েছিলো চাকরি দেওয়ার কথা বলেই৷ সুজিত দে’র অভিযোগ, ওই ফ্ল্যাটেই সেদিন তিনি রাখাল- চঞ্চলকে ২ লক্ষ টাকা দেন অগ্রিম হিসাবে৷ পুলিশকে সুজিতবাবু জানিয়েছেন, সেচ দফতরে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়েই তাঁর কাছ থেকে নিয়েছে টাকা নিয়েছে ওই দুই প্রতারক৷

এই অভিযোগের প্রাথমিক তদন্তের পরই মানিকতলা থানা গ্রেফতার করেছে প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরা এবং চঞ্চল নন্দীকে৷ এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে চাকরি দেওয়ার ভাঁওতা দিয়ে ঠিক কতজনের কাছ থেকে রাখাল-চঞ্চল মোটা টাকা আত্মসাৎ করেছেন এবং সেই টাকা কোথায় গিয়েছে৷ একইসঙ্গে তদন্ত চলছে এই প্রতারণা চক্রের শীর্ষে কে বা কারা আছে, কার কথায় ধৃতরা সেচ দফতরে চাকরি দেওয়ার টোপ দিয়ে বেপরোয়াভাবে প্রতারণার কাজ চালিয়েছেন৷

আরও পড়ুন- নেত্রীর ধমকের পরেও ফের লাইভে মদন মিত্র, দেখুন কী বললেন!

Advt