‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।অভিনেত্রী নুসরত জাহানের সন্তানসম্ভবার কথা প্রকাশ্যে আসতেই নুসরত জাহানের ইনস্টাগ্রামের স্টোরিতে উঠে এল একটিমাত্র বাক্য। কিন্তু কার উদ্দেশ্যে এই বার্তা দিলেন অভিনেত্রী? সে বিষয়ে এখনও কিছু বলেননি নুসরত। শুক্রবার সকাল থেকেই নুসরতের মা হওয়ার খবরে উত্তাল টলিপাড়া। যদিও অভিনেত্রী এখনও এ বিষয়ে মুখ খোলেননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
এদিকে স্বামী নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে ফাটল ধরেছে অনেক আগেই। প্রায় ৬ মাস ধরে আলাদা রয়েছেন তাঁরা। নেই কোনও যোগাযোগও। নিখিলের স্পষ্ট জানিয়েছেন, ” আমি জানিও না নুসরত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ। আর আমরা কেউ যোগাযোগ রাখি না।” প্রসঙ্গত, প্রেম করে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে তুরস্কে গিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েকমাস পরেই শোনা যায়, নিখিলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন নুসরত। যদিও অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সেসব গুজব ছাড়া আর কিছুই নয়।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

























































































































