রাজ্যে টানা কমছে করোনা সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার

0
3

রাজ্যে করোনা স্বস্তি। গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমণের হার। শনিবার ফের আক্রান্তের সংখ্যা নামল ৮ হাজারের নিচে। বাড়ল সুস্থতার হারও। তবে উদ্বেগ বাড়াচ্ছে সেই মৃত্যুসংখ্যা। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে কমলেও মৃত্যু নিয়ে এখনও উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৮২। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৯১৩ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৭৩ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৮ হাজার ৫৮২ কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৪৪ হাজার ৪১। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১১৩।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ৭৬৯। যা কয়েক সপ্তাহ আগেই ছিল ৪ হাজারের দোরগড়ায়। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ২৩ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ২ হাজারের নীচে। একদিনে ১ হাজার ৬৬৪ জন আক্রান্ত হয়েছেন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

আরও পড়ুন- সোমবার থেকেই শুটিং শুরু হচ্ছে বলিউডে, মহারাষ্ট্রেও শুরু আনলক প্রক্রিয়া

Advt