তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল। আরও গুরুত্ব বাড়ল তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তিনি। এরপরই নতুন ভূমিকা নিয়ে টুইট করেন অভিষেক। তিনি লেখেন:
“দল আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে তাতে আমি সম্মানিত। আমি দলের প্রত্যেক সৈনিককে ধন্যবাদ জানাই। তাঁরা সমস্ত প্রতিকূলতার পরেও আমার সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছিলেন এবং বাংলাকে জয়ী করতে সাহায্য করেছিলেন। আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমি জনগণের সেবায় কোনও ত্রুটি ছাড়ব না। ভারতের প্রতিটি কোণে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দেব। আমি দলের বর্ষীয়ান সহকর্মীদের প্রণাম জানাই। সমস্ত প্রতিকূলতার পরেও দলের পাশে দাঁড়িয়েছেন।”
Humbled at the new role that @AITCofficial has bestowed upon me. I thank every single soldier of the party who fought this battle shoulder to shoulder with me despite all odds and helped Bengal emerge victorious. (1/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) June 5, 2021
I assure all that I will leave no stone unturned towards the service of the people & take @MamataOfficial's message to every nook & corner in India in the days to come .
I bow to all the senior colleagues in the party who stood by the party & its values despite all odds. (2/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) June 5, 2021
বিধানসভা নির্বাচনের প্রচার হোক বা বিপুল জয়ের পরে অভিনন্দন জানানো- সব বিষয়ই দলীয় কর্মীদের গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন, নিচুতলার কর্মীরাই তৃণমূলের সম্পদ। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ল্যান্ড স্লাইড ভিকট্রির পিছনে তাঁকেই নেপথ্য নায়ক বলছে সব মহল। এই পরিস্থিতিতে অভিষেকের দলে গুরুত্ব বৃদ্ধির আভাস ছিলই। সে মতোই যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল অভিষেককে। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে দেখা গিয়েছে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গলমহল থেকে সীমান্ত- ভোট প্রচারে ছুটে বেড়িয়েছেন তিনি। এবার তৃণমূল নেত্রীর বার্তা ভারতের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন অভিষেক। নতুন দায়িত্ব পেয়ে দলের কর্মীদের প্রতি সম্মান জানিয়ে প্রকৃত নেতার ভূমিকা পালন করলেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন- উহানের ল্যাব থেকে মুছে ফেলা হয়েছে করোনার উৎস, দাবি গবেষকের