‘নিজেদের কর্মীদের ভ্যাকসিন দিন, আর্থিক অনুদান দিতে হবে না,’ বণিকসভার বৈঠকে বললেন মমতা

0
2

‘নিজেদের কর্মীদের ভ্যাকসিন দিয়ে সাহায্য করুন, আর্থিক অনুদান দিতে হবে না,’ বণিকসভায় আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বণিকসভার ২৯টি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে কাদের টিকাকরণে গুরুত্ব দেওয়া হবে। তিনি শ্রমিকদের টিকাকরণে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি চটকলের শ্রমিক, নির্মাণকর্মীদের ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও আটাকল এবং চালকলের কর্মীদেরও বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী সেই সঙ্গে পরিচারিকাদেরও টিকা দেওয়ার ওপর জোর দেন।

নবান্নয় মুখ্যমন্ত্রী বণিকসভার সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বলেন, “রাজ্য বা দেশের বিপর্যয়ে বণিকসভার একটা বড় ভূমিকা থাকে। আপনারা সেই ভূমিকা পালন করুন। নিজেদের কর্মীদের টিকা দিন। আপনাদেরই ওই টিকা কিনতে হবে। ধরে নিন ওই টিকা রাজ্যের ত্রাণ তহবিলে দিয়েছেন আপনারা।” মমতা আরও বলেন, “রাজ্য প্রচুর করোনা ভ্যাকসিন কিনেছে। বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থাও করেছে সরকার। তবে কেন্দ্র পর্যাপ্ত টিকা দিচ্ছে না। তাই এবার বণিকসভাকে টিকাকরণে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীও মায়ের খোঁজ নিয়েছেন, কৃতজ্ঞ মুকুল পুত্র শুভ্রাংশু

তৃণমূল সুপ্রিমো বৃহস্পতিবার আরও বলেন, বণিকসভার কর্মী-সদস্যদের টিকা দেওয়ার ব্যবস্থা করেই রাজ্যকে এ ব্যাপারে সাহায্য করতে পারে তারা। ভ্যাকসিন কিনতে অসুবিধা হলে স্বাস্থ্যবিভাগ সাহায্য করবে। সংস্থাগুলি ভ্যাকসিনের দাম দিলে বেসরকারি ক্ষেত্র থেকে ভ্যাকসিন কিনতে সাহায্য করবে রাজ্য সরকার। মমতা এদিন বলে দিয়েছেন ওই টিকা কী ভাবে সংগঠনগুলির মধ্যে বণ্টন করা হবে। তাঁর কথায়, “১৫টি সংস্থা নিয়ে একটি কমন পুল বা ব্যবস্থাপনা ক্ষেত্র গঠন করা হবে। সমস্ত ভ্যাকসিন নিজেদের মধ্যে সুষ্ঠুভাবে সরবরাহের দায়িত্ব নেবে এই কমন পুলই।”

এদিনের বৈঠকে নির্দিষ্ট সময়ের জন্য কোভিড বিধি মেনে রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ তারিখের পর থেকে ২৫ শতাংশ লোক নিয়ে শপিংমল খোলারও অনুমতি দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কর্মীদের টিকা দিয়ে রেস্তোরাঁ খোলা যেতে পারে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা যেতে পারে। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ কর্মী নিয়ে রেস্তোরাঁ চালানো যেতে পারে।

Advt