করোনা পরিস্থিতিতে(covid situation) রেকর্ড সময়ে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন হাতে পাওয়া গিয়েছে। এই নজিরবিহীন সাফল্যের জন্য শুক্রবার দেশের বিজ্ঞান ক্ষেত্রের ঢালাও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সোসাইটির মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অসাধারণ কাজ দেশকে সমৃদ্ধ করেছে।
পাশাপাশি আত্মনির্ভর ভারতের পক্ষে সওয়াল করে ওই বৈঠক থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা সংকট হয়তো একদিন কমে যাবে, কিন্তু আত্মনির্ভর ভারত শক্তিশালী ভারতের শপথ আমাদের থাকবেই। আমাদের শিক্ষা ক্ষেত্রগুলি অনেক প্রতিভা, অনেক বিজ্ঞানীর জন্ম দিয়েছে। বিখ্যাত বিজ্ঞানী শান্তি স্বরূপ ভাটনগর এরকমই একটি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন। দেশ ছাড়িয়ে বিদেশেও বহু জায়গায় ভারতীয় বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। কৃষি থেকে জ্যোতির্বিদ্যা, দুর্যোগ মোকাবিলা থেকে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নতি, ভ্যাকসিন থেকে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োটেকনোলজি থেকে ব্যাটারি টেকনোলজি সর্বক্ষেত্রে দেশ স্বনির্ভর হতে চাইছে। সফটওয়্যার ও স্যাটেলাইটের উন্নয়নেও ভারত গোটা পৃথিবীকে পথ দেখাচ্ছে।’
আরও পড়ুন:জুলাই পর্যন্ত ডোমিনিকাতেই মেহুল, খালি হাতে ভারতে ফিরল ‘মিশন চোকসি’ টিম
এছাড়াও এদিন করোনা পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো করোনা পরিস্থিতি সামাল দেওয়া। তবে ইতিহাস এটা দেখেছে যখন সংকটের সময় আসে তখন বিজ্ঞান আগামীর পথ দেখায়।’ পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে ও এদিন বিশ্বকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী পৃথিবীর কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে আবহাওয়ার এই পরিবর্তন। এ ব্যাপারে আমাদের এখন থেকেই তৈরি হবে হবে।’













































































































































