রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, অভিযোগ দায়ের লালবাজারে

0
3

নেতা-নেত্রীদের নিয়ে হামেশায় ভাইরাল হচ্ছে বিকৃত ছবি এবং ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত পোস্টে একাংশ নেটাগরিকদের দেখা গিয়েছে উচ্ছ্বসিত হতে আবার একাংশকে দেখা গিয়েছে এই সমস্ত পোস্টের বিরুদ্ধে নিন্দায় সরব হতে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরাচ্ছে নেটিজেনদের হাতে হাতে। তা হুগলি জেলার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চোখে পড়তেই লালবাজারে অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন-তৃণমূলের সাংগঠনিক বৈঠক: আলোচনায় “এক ব্যক্তি এক পদ” থেকে পুরভোট, দলবদলু ইস্যু

পোস্টটিতে দেখা গিয়েছে বলিউড ছবি ‘রামলীলা’র একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোনের জায়গায় মুখ্যমন্ত্রীর মুখ বসানো হয়েছে। এখন বেশিরভাগ মানুষই বেশি সময় কাটান সোশ্যাল মিডিয়াতেই। ফলে কুরুচিকর ভিডিওটি ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি। খুব কম সময়েই সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। জানা গিয়েছে, রাজা চক্রবর্তী নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে একটি কুরুচিকর পোস্টি দেখা যায়। এমন পোস্ট নজরে আসতেই লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন কুন্তল ঘোষ।

Advt